প্রতারণায় জড়ানোর অভিযোগে রাজধানীতে অভিযান চালিয়ে ৫ নাইজেরিয়ান ফুটবলারসহ ৭ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার সকালে সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন সুলতানা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রবিবার দিবাগত রাতে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ৫ নাইজেরিয়ান ও ২ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সোমবার দুপুরে সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব