ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নিজেদের বেশ শক্ত অবস্থানে নিয়ে গেছে টিম ইন্ডিয়া। সীমিত ওভারের ক্রিকেটে কুলদীপের সঙ্গে যুবেন্দ্র চাহালের স্পিন জুটি চূড়ান্ত সফল। আর চায়নাম্যান কুলদীপের সঙ্গে তার সাফল্যের রহস্যটা নিজেই জানালেন চাহাল।
সুপারস্পোর্ট পার্কে ওয়ানডে কেরিয়ারে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে জয়ের মঞ্চ গড়ে দেওয়ার পর চাহাল বলেন, তিনি একজন উইকেটটেকার। একারণেই দলে জায়গা পেয়েছেন। কুলদীপ ও তিনি জুটিতে সবসময় উইকেট তোলার চেষ্টা করেন বলেই সফল হন।
চাহালের কথায়, ‘আমি উইকেট তোলার লক্ষ্যে বল করি। সে কারণেই বলকে ফ্লাইট করাই। জানি ফ্লাইট করালে ব্যাটসম্যান ছয় মারতে পারে। তবে ক্যাপ্টেন ও টিম ম্যানেজমেন্টের সমর্থন থাকলে ভয়ের কোনো কারণ আছে বলে মনে করি না। বেঙ্গালুরুর পাটা পিচে বল করে অভ্যস্থ। সুতরাং নিজের শক্তি অনুযায়ী বল করাই শ্রেয় মনে করি।’
যুবেন্দ্র আরও বলেন, ‘সামনে কে ব্যাট করছে, তা নিয়ে অযথা মাথা ঘামালে নিজের স্বাভাবিক খেলাটাই নষ্ট হবে। আইপিএলেও এটা মেনে চলি। ৪ ওভারে যখন ৪০ রান খরচ হয়, তখন বুঝি যে ভাল বলেও ব্যাটসম্যান বাউন্ডারি মারতে পারে। তাই কখনই ইকনমি রেটেক কথা ভেবে বল করি না। ধারাবাহিক উইকেট তুলতে পারাটাই আমার প্লাস পয়েন্ট। ওটার জন্যই আজ আমি জাতীয় দলে।’
শেষে চাহাল জানান, ‘কুলদীপের সঙ্গে যখনই বল করি, আমরা দু’জনেই দু’প্রান্ত থেকে উইকেট নেওয়ার কথা ভাবি। আমাদের মানসিকতা একই রকম। মাঝের ১০ ওভারে ৬৫-৭০ রান খরচ হয় হোক, আমরা চাই ২-৩টি উইকেট তুলে নিতে।’
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ