দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবার দারুণ এক জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচে সকলের নজর কেড়েছেন তরুণ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ২২ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন এই স্পিনার। আর তারই জের ধরে চাহালকে ‘ছোট প্যাকেট, বড় ধামাকা’ বলে প্রসংশায় ভাসালেন ‘গব্বর’ ধাওয়ান।
সতীর্থ চাহালের সঙ্গে ছবি পোস্ট করে ধাওয়ান লেখেন, ‘ছোট প্যাকেটে বড় বোমা, যুজি। অভিনন্দন তোমার এই দারুণ পারফরমেন্সের জন্য।’
সেঞ্চুরিয়ানে ভারতের স্পিন জুটি চাহাল-কুলদীপের ঝুলিতে জমা পড়ে ৮ উইকেট। ইন্ডিয়ার স্পিনারদের দাপটের ১১৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ঘরের মাঠে ওয়ানডে ম্যাচে এটিই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর। ২২/৫, চাহালের এই স্পেলই দক্ষিণ আফ্রিকার মাটিতে একজন ভারতীয় বোলারের সেরা বোলিং রেকর্ড। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০০৩ বিশ্বকাপে নামেবিয়ার বিরুদ্ধে ৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন যুবরাজ সিং।
চাহালের পাশাপাশি কুলদীপেরও প্রশংসা করেছেন ক্যাপ্টেন কোহলি। দুই স্পিনারকে নিয়ে আত্মবিশ্বাসী বিরাট। রবিবারের উইনিং ক্যাপ্টেন ম্যাচ শেষে বলেন, ‘বিশ্বাস ছিল ওরা দু'জন যেকোন পিচে বল ঘোরাতে পারে। ডারাবানের তুলানায় এখানকার পিচ শক্ত ছিল, স্পিনাররা সেটাকে ভালভাবে কাজে লাগিয়েছে। ছেলেরা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কোন সুযোগই দেয়নি।’
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ