এর আগেও সতীর্থ ও আত্মীয়-স্বজনের সন্তান কোলে নিয়েছেন। কিন্তু প্রথমবার নিজের সন্তানকে কোলে নেয়ার অনুভূতি তো অবশ্যই ভিন্ন। আজ মুশফিকুর রহিমের সেই অভিজ্ঞতা হয়েছে। সন্তান কোলে ছবি তুলেছেন। পরে তা ফেসবুকে পোস্টও করেছেন।
সোমবার সকাল ৯টা ২৮ মিনিটে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত ছেলে সন্তানের জন্ম দেন। স্ত্রীর পাশে থাকার জন্যই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ করার পরই ঢাকার উদ্দেশে বিমান ধরেন মুশফিক। ছেলেকে কোলে নিয়ে ফেসবুকে ছবি দিয়ে মুশি লিখেছেন, আমাদের সন্তানের জন্য দোয়া করবেন।
এর আগে মুশফিকের বাবা মাহবুব হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্তান এবং তার মা দুজনই সুস্থ আছেন। পরিবারের সবাই খুব খুশি। দোয়া করবেন যেন ভালো মানুষ হয়।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা