ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ক্রিকেট অঙ্গনের সবচেয়ে শক্তিশালী ও ধনাঢ্য ক্রিকেট বোর্ড। কিন্তু টাকা বকেয়া থাকায় বন্ধ হয়ে গেল দেশটির ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ওয়েবসাইটের ডোমেইন নবায়ন করতে পারেনি বিসিসিআই। তাই রবিবার বেশ কিছু সময়ের জন্য বন্ধ থাকে বিসিসিআইয়ের ওয়েবসাইট। তখনটি বিষয়টি বোর্ড কর্তাদের নজরে আসে। অবশ্য কিছুক্ষণ পর আবার ডোমেইনটি ঠিক হয়ে যায়।
জানা যায়, আগের চুক্তি অনুযায়ী ২০০৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত ডোমেন ব্যবহার করতে পারত বিসিসিআই। কিন্তু এই সময়ের মধ্য নতুন করে নবায়ন না করায় রোববার দীর্ঘক্ষণ বন্ধ থাকে ওয়েবসাইট।
রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলেছে ভারত। খেলা চলাকালীনই ওয়েবসাইট লম্বা সময় বন্ধ থাকে। মুহুর্তের মধ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। কোটি কোটি টাকা যাদের, টাকার জন্য তাদেরই ওয়েবসাইট কেন বন্ধ হয়ে গেল তা নিয়ে উঠে নানা প্রশ্ন। বিষয়টি নজরে আসার পর বোর্ডের পক্ষ থেকে অর্থ মিটিয়ে দেয়ার পর খুলে দেয়া হয় ওয়েবসাইট।
এ ঘটনার জন্য বিসিসিআই দোষ দিচ্ছে ললিত মোদিকে। অর্থ কেলেঙ্কারির অভিযোগে আইপিএল উদ্ভাবক ২০১০ থেকে নিষিদ্ধ থাকলেও বোর্ডে এখনও প্রভাব রয়েছে তার।
বিসিসিআই’র একটি সূত্রে বরাতে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, বোর্ডের ইন্টারনেট ডোমেনের নিয়ন্ত্রক এখনো ললিত মোদিই। তিনি ঠিক সময়ের নবায়নের অর্থ দেননি। আর এ কারণেই বন্ধ হয়ে যাওয়ার মত ঘটনা ঘটেছে।
বিডিপ্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান