ভারতের সঙ্গে প্রোটিয়াদের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই ছিটকে যান এবি ডি ভিলিয়ার্স। তিন ম্যাচের জন্য ইনজুরির কবলে পড়েন এ হার্ড হিটার।
এরপর প্রথম ম্যাচে চোট পেয়েছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিসও। বাকি সিরিজটা আর মাঠে ফেরা হচ্ছে না তাঁর।
এবার কবজির চোট কেড়ে নিল কুইন্টন ডি কককে। দলের সেরা তিন ব্যাটসম্যানকে ছাড়াই তৃতীয় ওয়ানডেতে খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
হঠাৎ করেই অধিনায়কত্ব বুঝে পাওয়া এইডেন মার্করামের জন্য ভারটা বোধ হয় একটু বেশিই হয়ে গেল।
বিডিপ্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান