ব্ল্যাক শুট, ব্ল্যাক টাই। এলোমেলো চুল। কানে হীরের লতি। হঠাৎ হলিউড হিরো বেশে হাজির হলেন তিনি। নেইমার। সোমবার ২৬-এ পা দিলেন। কিন্তু বার্থ ডে পার্টি হয়ে গেল একদিন আগেই।
আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল ২০০। অতিথির তালিকায় ব্রাজিলের রোনালদো থেকে পিএসজি'র কোচ উনাই এমেরি, কাভানি'সহ দলের অন্য সদস্যরা ছিলেন।
ছিলেন মার্সেইয়ের মিডফিল্ডার গুস্তাভো, ম্যানসিটির স্ট্রাইকার গ্যাব্রিয়াল জেসাস, এমবাপ্পে, ডি মারিয়াও। আর স্পেশাল গেস্ট হিসেবে অবশ্যই ছিলেন বান্ধবী ব্রুনা মার্কুইজাইন। বার্থ ডে বয় ছিলেন নিজের ছন্দে, নিজের মেজাজে।
বান্ধবীর সাথে গত ডিসেম্বর থেকে প্রায়ই এদিক-সেদিক ঘুরতে দেখা যাচ্ছে তাকে। এদিন তো পার্টির মধ্যেই, একে-অন্যের আলিঙ্গনে, ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
স্প্যানিশ পত্রিকার খবর, প্যারিস সাঁজাঁ- সতীর্থদের সাথে নেইমারের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে, তা এই পার্টিতে নাকি দিব্যি বোঝা গেছে। নেইমার প্রত্যেকের সাথেই হেসে হেসে কথা বলছিলেন।
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত