স্প্যানিশ লা লিগায় এস্পানিওলের বিপক্ষে দারুণ ছিলেন জেরার্ড পিকে। ম্যাচের শেষ সময়ে তার গোলেই হারের লজ্জা থেকে রক্ষা পায় বার্সা। তবে সেই গোলের পর স্বাগতিক এস্পানিওলের দর্শকদের উদ্দেশ্য করে আক্রমণাত্মক উদযাপন করেন তিনি। মাঠে এমন বাজে আচরণের জন্য শাস্তি পেতে পারেন স্প্যানিশ এ ডিফেন্ডার।
এ ব্যাপারে স্প্যানিশ লা লিগা ইতিমধ্যেই পিকেকে নিন্দা জানিয়েছে। এবার শাস্তি অপেক্ষা করছে তার জন্য। এ প্রসঙ্গে স্প্যানিশ গনমাধ্যম এল পার্তিদাজো ডি লা কাদেনা কোপে জানিয়েছে, এমন বাজে উদযাপনের জন্য এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন পিকে।
গোল হজমের পর স্বাগতিক গ্যালারি যখন স্তব্ধ তখন দর্শকদের লক্ষ্য করে দুই হাতের আঙ্গুল উঁচিয়ে অদ্ভূত উদযাপন করেন পিকে।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ