দুর্দান্ত সময় পার করছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ধারবাহিকভাবে পারফর্ম করে চলেছেন দলে তারকা খেলোয়াড়রা। অন্যদিকে, বর্তমানে পুরোপুরি এলোমেলো রয়েছে রিয়াল মাদ্রিদ। জয়ের জন্য মরিয়া হয়ে আছে দলটি।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচের দিকে তাকিয়ে আছে পিএসজি শিবির। দলটির স্ট্রাইকার নেইমার দ্য সিলভা জানিয়েছেন, এই ম্যাচটি নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন। পাশাপাশি উদগ্রিব হয়ে আছেন খেলার জন্য।
এ ব্যাপারে নেইমার বলেন, ‘রিয়ালের মাদ্রিদের বিপক্ষে খেলতে আমি মুখিয়ে আছি। তবে কিছুটা উদ্বিগ্নও। অপেক্ষা করছি ম্যাচটির জন্য।’
১৫ ফেব্রুয়ারি রাতে মুখোমুখি হবে পিএসজি-রিয়াল মাদ্রিদ।
প্রথম লেগে রিয়ালের মাঠে খেলতে আসবে পিএসজি। ফিরতি লেগে রিয়াল যাবে পিএসজির মাঠে খেলতে।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ