ক্রিকেট মাঠে উইকেটরক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দিনভর উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকার সুবাদে পিচের চরিত্র সবচেয়ে ভাল বুঝতে পারেন তিনি। উইকেটকিপারের চোখেই সবচেয়ে ভাল ধরা পড়ে ব্যাটসম্যানের শক্তি ও দুর্বলতা। আর যদি উইকেটের পিছনে থাকেন মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটার, তাহলে তো কথাই নেই।
ম্যাচ চলাকালীন একাধিকবার ধোনির পরামর্শ নিতে দেখা গেছে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। সে সব মাঠে বসে কিংবা টিভিতে দেখতে পান সকলেই। কিন্তু ম্যাচ চলাকালীন ঠিক কীভাবে সতীর্থকে উৎসাহ ও নির্দেশ দেন ধোনি, তা এতদিন ছিল অজানা। অবশেষে ম্যাচ চলাকালীন সতীর্থদের উৎসাহ দেওয়ার সেই কৌশল ধরা পড়েছে উইকেটে লাগানো মাইক্রোফোনে।
মাইক্রোফোন না থাকলে, ক্রিকেটপ্রেমীরা কী করেই বা জানতে পারতেন, কোহলিকে এখনও চিকু বলে ডাকেন ধোনি? স্পিনার কুলদীপ সিংকে ডাকনাম ‘কুলি’? ধোনি ভক্তরা ক্যাপ্টেন কুলের এমন পরামর্শে এতটাই খুশি, যে বারবার যেন তার গলা শুনতেই মুখিয়ে থাকবেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর