ডারবার আর সেঞ্চুরিয়ানে জিতে বুধবার তৃতীয় একদিনের ম্যাচে কেপটাউনে নামছে কোহলিরা। আর কেপটাউনে নতুন ইতিহাস তৈরির সন্ধিক্ষনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে জয় লাভ করলে সিরিজ হাতের মুঠোয় করার পাশাপাশি নতুন নজির গড়বেন কোহলিরা।
প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে পর পর তিনটি একদিনের ম্যাচ জেতার হাতছানি ভারতের সামনে। এর আগে প্রোটিয়দের বিরুদ্ধে একদিনের সিরিজে কখনও তিনটে ম্যাচ জেতেনি টিম ইন্ডিয়া। তাই কেপটাউনে জয় মানে কোহলি ব্রিগেড যেমন দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম একদিনের সিরিজ জয়ের পথে একধাপ এগিয়ে যাবে, তেমনই নতুন ইতিহাসও গড়ে ফেলবে তারা।
তৃতীয় একদিনের ম্যাচেও অপরবর্তিত দলই নামাতে চলেছেন কোহলি। চাহল-কুলদীপ জুটিই ভারত অধিনায়কের তুরুপের তাস। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে চোট জর্জরিত দক্ষিণ আফ্রিকাকে। এবি ভিলিয়ার্স, ডুপ্লেসির পর কব্জির চোটের কারণে ছিটকে গেছেন ডি কক। তার জায়গায় সম্ভত খেলবেন ক্লাসেন। আমলা, মিলাররা ভারতের দুই স্পিনারকে কীভাবে সামলান তার ওপরই নির্ভর করছে তৃতীয় একদিনের ম্যাচের ভবিষ্যৎ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর