টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাপক প্রসারের কারণে টেস্ট ক্রিকেট অনেকটাই জনপ্রিয়তার দিক থেকে ভাটা পড়ে গেছে। দর্শক হারাচ্ছে ক্রিকেটের এই ফরম্যাট। তাই এই ফরম্যাটকে বাঁচিয়ে রাখতে কিছু দিক নির্দেশনা দিলেন ভারতের কোচ রবি শাস্ত্রী।
তিনি বলেন, সেরা ১০টি দলকে আপনি একই সাথে রাখতে পারেন। কিন্তু সেরা পাঁচটি দলের পরস্পরের বিপক্ষে বেশি করে টেস্ট ম্যাচ আয়োজন করতে হবে। এতে করে দর্শক আগ্রহ বাড়বে। নিচের পাঁচটি দলের জন্য টেস্টের সংখ্যা কমে গেলেও এটাই করতে হবে টেস্টের জনপ্রিয়তা ধরে রাখার জন্য।
শাস্ত্রী বলেন, আপনি বাকি ৫ দলকেও উৎসাহিত করতে পারেন তবে তাদের সাথে কম ম্যাচ আয়োজন করতে হবে। কারণ দর্শকদের দিক থেকে যদি চিন্তা করতে হবে আপনাকে। আপনি যদি ভারতের কথা বলেন সেখানকার যেকোনো খেলা বিশ্বের যেকোনো প্রান্তে বসে দেখতে পারবেন। ২৪ ঘণ্টাই ক্রিকেট হয় সেখানে।
এদিকে, আইপিএল দর্শক টানতে পারে। এই টি-২০ টুর্নামেন্ট থেকে আয় করা অর্থ টেস্ট ক্রিকেট ও প্রথম শ্রেণির ক্রিকেটের উন্নয়নে ব্যবহার করা উচিত বলে মনে করেন তিনি। তাছাড়া, ভবিষ্যতে চারদিনের টেস্টের বড় সম্ভাবনা দেখছেন তিনি।
বিডি প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত