জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আট নম্বরে উঠে এসেছে আফগানরা।
আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টানা দুই জয়ে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশও করেছে মোহাম্মদ নবী ও রশিদ খানরা।
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ১৭ রানের জয় পান তারা। আফগানদের দেওয়া ১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৪১ করতে সমর্থ হয় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৪০ রান করে আউট হন সিকান্দার রাজা। রশিদ খান ও মুজিব জাদরান দু’টি করে উইকেট নেন। একটি উইকেট পেয়েছেন মোহাম্মদ নবী।
এর আগে, টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৮ রান তোলে আফগানিস্তান। ম্যাচ সেরার পুরস্কার জেতা নবীর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৬ বলে ৪৫ রান।
আইসিসি এখনো র্যাঙ্কিং আপডেট না করলেও লঙ্কানদের হটিয়ে আফগানদের আটে ওঠার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে। তালিকায় বাংলাদেশের অবস্থান দশম। শীর্ষে পাকিস্তান।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব