বয়স তার কাছে একটা সংখ্যা মাত্র। তা আবার প্রমাণ করলেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক কিংবদন্তী ৫১ বছর বয়সেও যে বর্তমান ক্রিকেটারদের ছাপিয়ে যেতে পারেন তা দেখা গেল আরও একবার। টানা ১৪ বছর খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট।
সেই 'সুলতান অফ সুইং'-কে দেখা গেল পাকিস্তান সুপার লিগের ম্যাচে। মুলতান সুলতানস ফ্রাঞ্চাইজি একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছিল। আকরামকে দেখা যায় বল করতে। তার বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় দেখাচ্ছিল ইমরান নাজির, শোয়েব মালিককে। নাজির কোনওমতে সামলালেও শোয়েব পারেননি। ২ রান করেই আকরামরে বলে আউট হন তিনি।
ম্যাচে সুলতান একাদশের অধিনায়ক ছিলেন আকরাম। উল্টো দিকে তুফান একাদশের নেতৃত্বে ছিলেন শোয়েব মালিক। আকরামের কয়েকটা বল সামলালেও শেষ পর্যন্ত উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন শোয়েব মালিক। আকরামের হাত থেকে বের হয় সেই পরিচিত সুইং।
বিডি প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত