চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানো টাইগার ব্যাটসম্যান মুমিনুল হকের জন্য আলাদা কিছু পরিকল্পনা থাকবে বলে জানিয়েছেন সফরকারী দলের অধিনায়ক দিনেশ চান্ডিমাল।
মিরপুরে শেষ টেস্টে নামার আগে বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে একথা জানান তিনি।
চান্দিমাল বলেন, “চট্টগ্রামে সে অসাধারণ ক্রিকেট খেলেছে। সে টেস্টে ক্রিকেটে খুব ভালো, তার টেম্পারামেন্ট খুব ভালো। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা সহজ কাজ নয়। এটা সব সময়ই বিশেষ কিছু।”
এরপর লঙ্কান অধিনায়ক বলেন, মুমিনুলের জন্য তাদের কিছু আলাদা পরিকল্পনা থাকবে। তার প্রত্যাশা, মাঠে বোলাররা তা বাস্তবায়ন করতে পারবে।
আগামীকাল থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র হওয়ায় এই ম্যাচের জয়ী দল একই সঙ্গে সিরিজও জিতে নেবে।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব