কোমরের চোটের জন্য ভারতের আসন্ন অস্ট্রেলিয়া সফরে দলে নেই হার্দিক পাণ্ডিয়া। যা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসি বলছেন, ‘‘আমি মনে করি, পাণ্ডিয়া দারুণ এক প্রতিভা। আমি নিশ্চিত যে, ওর খেলার ধরন অস্ট্রেলিয়ার পরিবেশের জন্য খুব মানানসই হত। ওর অলরাউন্ড দক্ষতা অনেক কাজে লাগছে ভারতীয় দলের। আমার মনে কোন সন্দেহ নেই যে, ওর অভাব খুবই অনুভব করবে ভারতীয় দল।’’
অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ফর্ম খারাপ হলেও অজিদের ভাল খেলা নিয়ে আশাবাদী হাসি ৷ তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়া ঘরের মাঠে সব সময়ই ভাল খেলে এবং এবারও ওদের হারানো কঠিন হবে।’’
দুরন্ত ফর্মে থাকা কোহলির জন্য টিম অস্ট্রেলিয়া যে আলাদা প্রস্তুতি নিয়ে মাঠে নামবে সেই ব্যাপারে নিশ্চিত হাসি ৷ তার মতে, ‘‘কোহলি বিশ্বমানের ব্যাটসম্যান আর ওর বিরুদ্ধে সাফল্য পেতে গেলে ধৈর্য ধরতে হবে, ধারাবাহিকতা দেখাতে হবে।’’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত