ঘরোয়া ক্রিকেটের করুণ দশা হলেও, জাতীয় দল নিয়ে নড়চড়ে বসেছে বোর্ড। মেয়েদের টেস্ট স্ট্যাটাসের জন্য আইসিসির কাছে আবেদন করবে বিসিবি। এ খবর পুরনো হলেও, নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী জানিয়েছেন, আগামী বছরেই মেয়েদের দেখা যাবে সাদা পোশাকের ক্রিকেটে। রবিবার গণমাধ্যমকে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, আমরা আশা করছি আগামী বছরই আমাদের টেস্টের মর্যাদা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেই লক্ষ্যে হোমোয়ার্ক করছি।
বাছাইপর্বে দুর্দান্ত খেললেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সালমার দলের ব্যাটিং ব্যর্থতা বেশ ভাবাচ্ছে বোর্ডকে। এই অবস্থা উত্তরণে শিগগিরই কাজ শুরু করবে বোর্ড।
বিডি প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৮/আরাফাত