রাশিয়া বিশ্বকাপে চরম ব্যর্থতার আর্জেন্টিনার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হোর্হে সাম্পাওলি। তারপরই দলের অস্থায়ী দায়িত্ব নেন স্কোলানি। আর তাতেই যেন স্বরুপে ফিরে দলটি। শনিবারও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে তারা।
মেসি, আগুয়েরো, হিগুয়েন, ডি’মারিয়ার মতো তারকাদের ছাড়াও মেক্সিকোর মতো কঠিন প্রতিপক্ষকে হারাতে তেমন বেগ পেতে হয়নি আর্জেন্টাইনদের। আর এসবই সম্ভব হচ্ছে স্কোলানির পরিকল্পনায়। এমনটাই জানালেন দলের নেতৃত্বে থাকা পাওলো দিবালা।
মেক্সিকো ম্যাচের পর তিনি বলেন, ‘তার (স্কোলানি) সঙ্গে আমরা বেশ ভালোভাবেই কাজ করছি। এই কোচিং স্টাফরা আমাদের দারুণভাবে সাহায্য-সহযোগিতা করছেন। স্পষ্টত আমরা চাই তিনিই চালিয়ে যান। তবে এটা আমাদের সিদ্ধান্তের ব্যাপার নয়।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ