ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর সঙ্গে সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না পল পগবার। চলতি মৌসুমে তার ম্যানইউ ছাড়া নিয়েও কম আলোচনা-সমালোচনা হয়নি। পগবাকে নিতে উদ্যোগী হয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাও। তবে শেষপর্যন্ত অবশ্য ইংল্যান্ডেই থেকে যান পগবা।
এরই মধ্যে একসঙ্গে দেখা গেল পগবা এবং মেসিকে। আর তাতেই পগবার বার্সা-সংযোগ আলোচনাটা আবারও প্রাণ পেল। নতুন করে শুরু হলো জল্পনা-কল্পনা।
চলতি সপ্তাহে চলছে আন্তর্জাতিক বিরতি। এরইমধ্যে দুবাইয়ের একটি হোটেলে একসঙ্গে দেখা যায় মেসি-পগবাকে। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথাও হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই ছবি পরে রীতিমতো ভাইরাল। অনেকে বলছেন, পগবার বার্সায় যাওয়ার এটা প্রথম পদক্ষেপ। তবে অনেকে আবার বলছেন, মেসিকে হয়তো ইউনাইটেডে আসতে বলছেন পগবা।
এ নিয়ে ফুটবল বিশ্বে চলছে নানা গুঞ্জন-আলোচনা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ