নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশের মাটিতে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। একটু আগেভাগে আসার কারণ, এখানকার জল, বায়ু ও মাটির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। যদিও বাংলাদেশে আসার আগে ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্যারিবীয় ক্রিকেটাররা।
২২ নভেম্বর শীতের হাওয়ায় চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারীরা। ক্যারিবীয়রা যখন প্রস্তুতি নিচ্ছে জোরেশোরে, তখন বদলা নেওয়ার পরিকল্পনা করছেন সাকিব, মুশফিক, তাইজুলরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন চট্টগ্রামে। সকালে ঢাকা থেকে রওনা দেয় বাংলাদেশ দলের একাংশ। প্রথম টেস্টের জন্য এরই মধ্যে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ১৩ সদস্যের এই দল থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস। তার জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার। এছাড়া প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন স্পিনার নাঈম হাসান।
বাংলাদেশ স্কোয়াড:
সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ