টার্গেট মাত্র ১৭৬ রান। তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৩৭ রান তুলে ফেললো পাকিস্তান। চতুর্থ দিন ব্যাট করতে নেমে এক সময় জয়ের জন্য ৭ উইকেটে প্রয়োজন ছিল ৪৬ রান। উইকেটে থিতু দুজন ব্যাটসম্যান। ম্যাচ ৯০ শতাংশ হেলে ছিল পাকিস্তানের দিকে। তার সঙ্গে আছে আবুধাবির নিজেদের চেনা মাটি। আর সেই ম্যাচই একদিন বাকি রেখেই বিস্ময়করভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেলো পাকিস্তান। বরাবরের অননুমেয় দল পাকিস্তান দেখিয়ে দিল, তাদের পক্ষে সবই সম্ভব।
চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে ইমাম-উল-হক ২৩ বলে ২৫ ও মোহম্মদ হাফিজ ২৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন। সোমবার মাঠে নেমে মাত্র তিন রান যোগ করতেই ফিরে যান ইমাম। দলীয় ৪৪ রানে ফেরেন আরেক ওপেনার হাফিজও। এরপরই নিয়মিত বিরতিতে অল্প সংগ্রহেই ফিরতে থাকেন পাকিস্তানের ব্যাটসম্যানরা।
মাত্র ৪ রান করে দ্রুত মাঠ ছাড়েন হারিস সোহেলও। চতুর্থ উইকেটে আসাদ শফিককে সঙ্গে নিয়ে ৮২ রানের মহা গুরুত্বপূর্ণ জুটি গড়েতে সক্ষম হন আজহার আলী। দলীয় ১৩০ রানে ৪৫ রান করা শফিক ফিরে গেলেও এক পাশ আগলে রাখেন আজহার।
এরপর একে একে বাবর আজম ২১ বলে ১৩, অধিনায়ক সরফরাজ আহমেদ ৭ বলে ৩ রান করে ফেরেন। বিলাল আসিফ, ইয়াসির শাহ ও হাসান আলি ফেরেন কোনো রান না করেই। শেষ ব্যাটসম্যান হিসেবে নামা মোহাম্মদ আব্বাসকে নিয়ে দীর্ঘক্ষন উইকেটে কাটিয়ে মাত্র ৭ রান যোগ করতেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। এতে ১৭১ রানে অলআউট হয়ে যায় সরফরাজের দল। ফলে ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
এতে অভিষিক্ত বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের রেকর্ড গড়া বোলিংয়ে অবিশ্বাস্য জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। তিনি শেষ ইনিংসে ৫ উইকেট তুলে নেন। এছাড়া ইশ সোদি ও নেইল ওয়াগনার নেন দুটি করে উইকেট।
বিডি প্রতিদিন/এনায়েত করিম