টিম ইন্ডিয়ার সঙ্গে বহু বছর ধরে যুক্ত আছেন দীনেশ কার্তিক। জাতীয় দলে কার্তিককে সবসময়ে ২১ নম্বর জার্সিতেই দেখা যায় তারকা ক্রিকেটারকে। আর এর রহস্য এবার নিজেই ফাঁস করেছেন কার্তিক।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ভক্তদের সুযোগ দিয়েছিলেন, মন খুলে প্রশ্ন করার। সেখানেই এক উৎসাহী ভক্ত তাঁকে জিজ্ঞাসা করে, তিনি সবসময়ে ২১ নম্বরের জার্সিই কেন পরেন!
কার্তিক জানান, তাঁর স্ত্রী দীপিকা পাল্লিকলের জন্মদিন ২১ তারিখে। তাই বিশেষ দিন স্মরণীয় করে রাখতেই এমন জার্সি-উদ্যোগ তাঁর। তাঁর দ্বিতীয় বিয়ে দীপিকার সঙ্গে। স্ত্রীর প্রতি ভালবাসা প্রদর্শনেই বেনজির উদ্যোগ কার্তিকের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ