ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে একটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির মালিক হন মুশফিকুর রহিম। এছাড়া চলতি বছরই তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল।
এবার বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। ৩ হাজার ৯৯২ রান নিয়ে ঢাকা টেস্ট শুরু করেছিলেন তিনি। ফলে তামিম ইকবালের পরই এই কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। টেস্টে তামিম ইকবালের রান ৪ হাজার ৪৯।
চার হাজারি ক্লাবে পৌঁছাতে এই ম্যাচে মাত্র ৮ রান প্রয়োজন ছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের। লুইসের বলে বোল্ড হয়ে ফেরার আগে তিনি করেন ১৪ রান।
এই উইকেটরক্ষকের আগে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রান পূর্ণ করেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৫৬ ম্যাচের ১০৮ ইনিংসে ৪০৪৯ রান তামিমের।
এদিকে, দুই ইনিংস মিলিয়ে ৫৭ রান করলেই তামিম ইকবালকে ছাড়িয়ে দেশের পক্ষে সর্বাধিক টেস্ট রানের মালিকও হওয়ার হাতছানি ছিল মুশফিকুর রহিমের সামনে। কিন্তু প্রথম ইনিংসে ১৪ রানে আউট হওয়ায় দ্বিতীয় ইনিংসে ৪৩ রান করলেই এই কীর্তি গড়তে পারবেন মুশফিক।
বিডি প্রতিদিন/এনায়েত করিম