চট্টগ্রাম টেস্ট জয়ের পর আজ ঢাকা টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হয় টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি।
এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটের ৯৪তম টেস্ট ক্যাপটি উঠল সাদমান ইসলাম অনীকের মাথায়। আর নিজের ক্রিকেট ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক তথা টেস্ট ক্রিকেটেই করে ফেললেন এক রেকর্ড। বাংলাদেশের এই ৯৪ জন টেস্ট ক্রিকেটারের মধ্যে সাদমান আছেন সবার উপরে। যেখানে টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলেছেন বাঁহাতি এই ওপেনার।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান শুক্রবার টসে জিতে ব্যাটিং নেন। ব্যাট হাতে মাঠে নামেন সাদমান ও সৌম্য সরকার। কিন্তু অপর প্রান্ত থেকে একে একে সৌম্য, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন আউট হয়ে ফেরেন।
তবে উইকেটে টিকে থাকেন সাদমান। পূর্ণ করেন নিজের প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি। তবে সেঞ্চুরির আশা জাগিয়েও ৭৬ রানে ফেরেন তিনি। আর এই রান করতে তিনি মুখোমুখি হন ১৯৯ বলে। যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষিক্ত কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি খেলা বলের সংখ্যা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ