ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই স্লেজিং-রেকর্ড-বিতর্ক। সামনেই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে দু’দেশের ক্রিকেট-লড়াই। এরই ফাঁকে দেখে নিন, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে কয়েকটি রেকর্ড ভাঙা-গড়ার কথা।
১. অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে ভারতের হয়ে সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের পাহাড় গড়েছেন শচিন টেন্ডুলকার। ৭৪টি ইনিংস খেলে তার রান ৩৬৩০।
২. ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে অজি পেসারদের আগুনে বোলিংয়ের চর্চা তো অনেক হয়। এরই ফাঁকে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের কয়েকটি রেকর্ডও মনে রেখেছেন অনেকে। ভারতের বিপক্ষে টেস্টে অজিদের হয়ে সবচেয়ে বড় রান করেছেন তাঁদের প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০১২ সালের সিরিজে সিডনিতে ৩২৯ রানের বিশাল স্কোর ছিল তাঁর।
৩. অস্ট্রেলীয় পেসারদের সামনে বহুবার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারতীয় ডিফেন্স। তবে ক্রিকেট ফ্যানদের কাছে অজিত আগারকারের নামটা এক সময় চর্চায় ছিল। তাঁর বোলিংয়ের জন্য নয়। বরং টানা সাতটি ইনিংসে শূন্য রান করে ঘরে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। ১৮টি ইনিংসে সব মিলিয়ে তাঁর ‘ডাক’-এর সংখ্যা ৮।
৪. শূন্য রান করা নিয়ে অজিত আগারকারের সঙ্গে পাল্লা দিয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। ২২টি ইনিংসে মোট ৬ বার কোন রান না করেই ড্রেসিং রুমে ফেরেন এই কিংবদন্তি লেগস্পিনার।
৫. বল বিকৃতি কেলেঙ্কারির জেরে আসন্ন সিরিজে স্টিভ স্মিথ না থাকলেও তাঁর রেকর্ড রয়েছে। ভারতের বিপক্ষে এক সিরিজে অজিদের হয়ে সবচেয়ে বেশি রান তাঁর। ২০১৪-’১৫ সালে স্মিথ করেছিলেন ৮ ইনিংসে ৭৬৯ রান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ