ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ব্যাটিংয়ের পর এবার বল হাতে চমক বিরাটের। ডার্সি শর্টদের বিরুদ্ধে এদিন দু’ওভার হাত ঘুরিয়েছেন কোহলি। এই টেস্ট ম্যাচে নিজের বোলিং স্পেলের প্রথম বলেই উইকেট পেতে পারতেন বিরাট। মাত্র দু’ভারের স্পেলেই সিডনির গ্যালারি ভরানো দর্শকদের মন ভরিয়েছেন বিরাট।
প্রস্তুতি ম্যাচ উমেশ-অশ্বিনকে কিছুক্ষণ বিশ্রাম দিতে চেয়েই বোলিংয়ের দায়িত্ব তুলে নেন কোহলি। শামি থেকে জাদেজা, সব বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করে নেওয়ার পাশাপাশি নিজের বোলিংও ঝালিয়ে নিতে দেখা গেল বিরাটকে৷। সেখানেও চমক দেখালেন ভারত অধিনায়ক। বিরাটের কোন ডেলিভারি আউট সুইং করে ব্যাটসম্যানকে চাপে ফেলছে, কোনটা আবার স্পিন করে ভিতরে ঢুকছে৷ দুই ওভারের খরচ মাত্র ৬ রান।
অন্যদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পাঁচ জন ব্যাটসম্যানের হাফসেঞ্চুরি যদি ইতিবাচক দিক হয়, তবে টিম ইন্ডিয়ার দুশ্চিন্তার বহরটাও নিতান্ত ছোট নয়। প্রথমত, অখ্যাত অজি ব্যাটসম্যানদের বিরুদ্ধে ভারতীয় বোলারদের আধিপত্য বিস্তারে ব্যর্থতা নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার প্রাথমিক মাথা ব্যথা। ভারতের ৩৫৮ রানের জবাবে অশ্বিন-উমেশদের সামলে অজি একাদশ ৮ উইকেট হারিয়ে ৩৫৬ রান তুলেছে। তাই বোলারদের পারফরম্যন্স নিয়ে সংশয়ের অবকাশ থাকছে৷
সেই সঙ্গে পৃথ্বী সাহ'র চোট ভারতীয় শিবিররের জন্য ছিল আরও বড় ধাক্কা। ডিপ মিড উইকেট বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় অশ্বিনের বলে ম্যাক্স ব্রিয়ান্তের ক্যাচ ধরার চেষ্টায় চোট পেয়ে বসেন তরুণ ভারতীয় ওপেনার। স্ক্যান রিপোর্ট হাতে এলে দেখা যায় তার ল্যাটারাল লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে মাঠে নামা সম্ভব নয় পৃথ্বীর।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত