প্রথম ইনিংসে বাংলাদেশের ৫০৮ রানের জবাবে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়ে দিশেহারা হয়েছে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডারে ত্রাস সৃষ্টি করেছেন। মাত্র ৩০ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ।
টাইগারদের পাহাড়সহ রানের পর ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অসাধারণ এক ডেলিভারিতে সাকিব আল হাসান বোল্ড করে দেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে। এরপর ষষ্ঠ ওভারে বোলিং করতে এসে আরেক ওপেনার কাইরন পাওয়েলকে (৪) বোল্ড করে বিদায় করেন মিরাজ। এরপর সাকিবের বোল্ড হন সুনিল আমব্রিস (৭)। এরপর রোস্টন চেজকেও (০) বোল্ড করে ফেরান মিরাজ। যেন দুই স্পিনার উইকেট শিকারে প্রতিযোগিতায় লিপ্ত হন। এর প্রেক্ষিতে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখতে থাকা সেই হোপও বিদায় নেন মিরাজের বলে বোল্ড হয়ে।
এর আগে, নিজেদের প্রথম ইনিংসে মাহমুদউল্লাহ’র সেঞ্চুরি আর তিন ব্যাটসম্যানের ফিফটির ইনিংসে ভর করে ৫০৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম