ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ফের চমক দেখালেন। এবারও সমর্থকের প্রত্যাশা পূরণ করে ট্রফি জিতলেন ধোনি। তবে এবার ব্যাট হাতে নয়, টেনিস ব়্যাকেট হাতে ট্রফি জিতলেন তিনি।
ক্রিকেট থেকে অবসরে টেনিসে বাজিমাত ধোনির। রাঁচির জেএসসিএ কাউন্টি ক্রিকেট ক্লাব টেনিস চ্যাম্পিয়নশিপে খেতাব জিতলেন ধোনি। ডাবলসে তার পার্টনার ছিলেন সুনীত কুমার। ফাইনালে প্রতিদ্বন্দ্বীদের স্ট্রেট সেটে (৬-৩, ৬-৩) হারিয়ে খেতাব জিতে নেন ধোনিরা। দু’টি সেটেই আধিপত্য বজায় রাখে ধোনি-কুমার জুটি।
বিডি প্রতিদিন/এ মজুমদার