সৌরভ গাঙ্গুলী। ভারতের সাবেক সফল অধিনায়ক। নতুন বছরের এপ্রিলে তার নিজস্ব একটি স্কুল চালু হতে যাচ্ছে।এমনটাই জানালেন তিনি। প্রাথমিক কিংবা উচ্চবিদ্যালয় নয়, সৌরভ গাঙ্গুলীর বিদ্যালয়ে ‘প্রি-স্কুল’ থেকে স্নাতক স্তরেও পড়াশুনো করা যাবে। নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশনে তিন দিনের বার্ষিক কনফারেন্সের বক্তৃতায় স্কুল নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি।
একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ২০১৪ সালে ভারত সরকারের পক্ষ থেকে দুই একর জমি বরাদ্দ করা হয়েছিল সৌরভ গাঙ্গুলীর জন্য। বর্তমানে সেই প্লটই তারকা ক্রিকেটারকে বরাদ্দ করা হয়েছে ৯৯ বছরের লীজে। বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষকদের সামনেই নিজের কথা জানান তিনি। সৌরভ জানান, কীভাবে সেন্ট জেভিয়ার্স স্কুল এবং কলেজের পঠন প্রক্রিয়া তাঁর স্কুল তৈরির ভাবনাকে প্রভাবিত করেছে।
‘‘আমার স্কুল সবসময়ে আমার হৃদয়ের খুব কাছাকাছি রয়েছে। বিশ্বাসের সঙ্গে বলতে পারি আমাকে গড়ে তোলার জন্য আমার স্কুল বড়সড় প্রভাব ফেলেছে।’’ জানান তিনি।
বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের ওপরে যেভাবে চাপ তৈরি হয়, তা নিয়েও বেশ চিন্তিত তিনি, ‘‘দিনের পর দিন বিষয়টি বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমার কন্যার উপরেই চাপ দেখতে পাই। বয়সের তুলনায় স্কুল ব্যাগের যা ওজন হওয়া উচিত, তার তুলনায় অনেকটাই বেশি ও বহন করে।’’ শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের পর্যাপ্ত খেলার বন্দোবস্ত করার আহ্বানও তিনি দিয়েছেন। এবেলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার