ম্যাচ শুরুর প্রথম ২০ মিনিটের মধ্যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জালে দু’বার বল জড়াতে ম্যাচের ফলাফল পড়ে ফেলেছিলেন অনেকেই। পয়েন্ট টেবিলের অনেকটাই নিচে থাকা সাউদাম্পটনের বিরুদ্ধে জোড়া গোলে পিছিয়ে থেকে স্কোরলাইন ২-২করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচ থেকে স্বস্তির এক পয়েন্ট ঘরে তুলল লুকাকুরা।
প্রিমিয়র লিগে এই নিয়ে টানা তিন ম্যাচে জয় অধরা। আগামী বুধবার রাতে আর্সেনালের বিরুদ্ধে নামার আগে ম্যাঞ্চোস্টার থিঙ্কট্যাঙ্কের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হল বলা চলে। সহজ সাউদাম্পটনের বিরুদ্ধে এমন হতাশাজনক ড্র দলের মনোবল নাড়িয়ে দিল মনে করছেন ফুটবল বিষেজ্ঞরা।
চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস, ইয়ং বয়েজদের হারানোর পর ম্যাঞ্চেস্টারের খেলায় হঠাৎই ছন্দপতন। তেড়েফুঁড়ে আক্রমণে যাওয়ার আগেই মরিনহোর দলকে দুইটি গোল চাপিয়ে দেয় সাউদাম্পটন। ১৩ মিনিটে সাউদাম্পটনের হয়ে ম্যান ইউয়ের জাল কাঁপান স্টুয়ার্ট আর্মস্ট্রং। এরপর ২০ মিনিটে দি হিয়াকে দর্শক বানিয়ে ফ্রি-কিকে বাঁ-পোস্টের কর্ণারে বল রাখেন সাউদাম্পটন মিডিও সেড্রিক সোয়ারেস।
পরের চিত্রনাট্যটা লিখলেন ম্যান ইউয়ের লুকাকু-হিরেরা। ৩৩ মিনিটে লুকাকুর পায়ে প্রথমবারে জন্য ম্যাচে ফেরা ম্যাঞ্চোস্টারের। ব়্যাশফোর্ডের ঠিকানা লেখা পাস থেকে ওয়ান টু ওয়ান দূরত্বে গোল করে যান লুকাকু। ছ’মিনিটের মধ্যে(৩৯মিনিট) রেড ডেভিলসদের হয়ে স্কোরলাইন ২-২ করেন হিরেরা। এখানেও গোল সাজিয়ে দেন ব়্যাশফোর্ড।
সাউদাম্পটনের বিরুদ্ধে ড্র করায় পয়েন্ট টপার ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে ১৬ পয়েন্ট পিছিয়ে পড়ল ইউনাইটেড। ১৪ ম্যাচ শেষে মরিনহোর দলের পয়েন্ট এখন ২২। সমান সংখ্যক ম্যাচ খেলে গুয়ার্দিওয়ালার ম্যান সিটি সেখানে ৩৮ পয়েন্ট নিয়ে দুর্বার গতিতে ছুটছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত