ক্যারিবীয়দের বিপক্ষে মিরপুর টেস্টে আরও ভয়ঙ্কর রূপে নিজেদের মেলে ধরেছে টাইগাররা। টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত দু’দিন পার করার পর তৃতীয় দিন ফিল্ডিংয় নেমেই ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দেন মিরাজ। যেখানে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ক্যারিবীয়দের ৭ উইকেট দখল করেন মেহেদি হাসান মিরাজ।
১৬ ওভারে মাত্র ৫৮ রানে ৭ উইকেট পেয়েছেন তিনি। তার আগের ইনিংস সেরা ছিল ৭৭ রানে ৬ উইকেট।
বাংলাদেশের প্রথম ইনিংসে ৫০৮ রানের জবাবে ১১১ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ