ক্যারিবীয়দের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জয়ের পর মিরপুর টেস্টে আরও ভয়ঙ্কর রূপে নিজেদের মেলে ধরেছে টাইগাররা। দুর্দান্ত দু’দিন পার করার পর তৃতীয় দিনের শুরুতেই ক্যারিবীয় শিবিরে একের পর এক আঘাত হানে সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ। এই দুই স্পিনারের সাঁড়াশি আক্রমণের জেরে ১১১ রানে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিয়ে তাদের ফলোঅন করিয়েছে বাংলাদেশ।
আগের দিনে ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজের আজকের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ৮৬ রানেই মিরাজের ঘূর্ণি ও দুর্দান্ত ক্যাচের কাছে হার মানেন শিমরন হেটমেয়ার। ৩৯ রান করে বিদায় নেন তিনি। এরপর দলীয় ২ রান যোগ হতেই বিদায় নেন দেবেন্দ্র বিশু। ব্যক্তিগত ১ রান করে মিরাজের বলে সাদমানের তালুবন্দি হন তিনি।
দলীয় স্কোর ৯২ এ ওয়েস্ট ইন্ডিজের অষ্টম উইকেটের পতন ঘটে। সেই মিরাজের ঘূর্ণিতেই লিটন দাসের হাতে ধরা পড়ের কেমার রোচ। এরপর দলীয় ১১০ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানেন মেহেদি মিরাজ। শেন ডাওরিচকে এলবিডাব্লিউ'র ফাঁদে ফেলেন। সাজঘরে ফেরার আগে ৭৫ বলে ৩৭ রান করেন তিনি। এর মাত্র ১ রান পরেই সারমন লুইসকে ফেরান সাকিব। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। তারই সঙ্গে ১১১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের পক্ষে ৭ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। বাকি তিন উইকেট দখল করেছেন সাকিব আল হাসান।
এর আগে, দ্বিতীয় দিন বাংলাদেশ প্রথম ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে (১৩৬) সব উইকেট হারিয়ে ৫০৮ রানের বিশাল সংগ্রহ পায়। জবাব দিতে নেমে শেষ বিকেলে ৭৫ রানে ৫ উইকেট হারানা দিশেহারা ক্যারিবীয়রা মাঠ ছাড়ে।
কোনঠাসা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের স্বাদ দিতে এ ম্যাচে টাইগারদের জেতা ছাড়া কোনো বিকল্প নেই। চট্টগ্রাম টেস্টে ৬৪ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ওয়াসিফ-আব্দুল্লাহ সিফাত