চট্টগ্রাম টেস্টে হারের পর ঢাকা টেস্টেও দিশেহারা ক্যারিবীয়রা। টাইগারদের প্রথম ইনিংসে ৫০৮ রানের জবাবে ব্যাট হাতে ১১১ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। মিরাজ করেন ক্যারিয়ার সেরা বোলিং। ৩৯৭ রানে পিছিয়ে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ক্যারিবীয়রা। তবে ফের বিপর্যয়ে সফরকারীরা। এরই মধ্যে ৪ উইকেট হারিয়েছে তারা।
অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে এলবির ফাঁদে ফেলেন সাকিব। আর কাইরন পাওয়েল মিরাজে বল এগিয়ে মারতে গেলে মুশফিকের কাছে স্ট্যাম্পিং হন। দ্বিতীয় ইনিংসে ১ রানে ২ উইকেট হারায় দলটি।
এরপর দলীয় ২৩ রানে ক্যারিবীয়দের তৃতীয় উইকেটের পতন ঘটে। এবার সফরকারী শিবিরে আঘাত হানেন তাইজুল। সুনিল এ্যামব্রিসকে ৪ রানে এলবিডব্লিউ এর ফঁদে ফেলেন তিনি। ২৯ রানে তাইজুলের বলেই ৩ রান করে মুমিনুলের তালুবন্দি হয়ে বিদায় নেন রোচ।
এর আগে মিরপুর টেস্টে দুর্দান্ত দু’দিন পার করার পর তৃতীয় দিন ফিল্ডিংয় নেমেই ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দেয় বাংলাদেশ। যেখানে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ক্যারিবীয়দের ৭ উইকেট দখল করেন মেহেদি হাসান মিরাজ। ১৬ ওভারে মাত্র ৫৮ রানে ৭ উইকেট পেলেন তিনি। তার আগের ইনিংস সেরা ছিল ৭৭ রানে ৬ উইকেট।
৩৯ রান করা শিমরন হেটমায়ারকে নিজের ক্যাচেই বিদায় করে দিনের শুরু করেন মিরাজ। পরে দেবেন্দ্র বিশু ও কেমার রোচকেও দ্রুত মাঠ ছাড়া করান। ডরউইচকে এলবির ফাঁদে ফেলে ক্যারিয়ার সেরা বোলিংয়ের নজির গড়েন। ক্যারিবীয়দের ইনিংসের ইতি টানেন অধিনায়ক সাকিব। লুইসকে এলবি ফাঁদে ফেলেন তিনি। ৩ উইকেট নিলেন সাকিব।
মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন বাংলাদেশ প্রথম ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে (১৩৬) সব উইকেট হারিয়ে ৫০৮ রানের বিশাল সংগ্রহ পায়।
জবাব দিতে নেমে শেষ বিকেলে ৭৫ রানে ৫ উইকেট হারানা দিশেহারা ক্যারিবীয়রা মাঠ ছাড়ে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ