ঢাকা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ৫০৮ রানের জবাবে ১১১ রানে অলআউট হয়ে ফলো অনে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মত কোনো প্রতিপক্ষকে ফলো-অনে বাধ্য করলো টাইগাররা। তাই প্রথমবারের মত ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ এখন বাংলাদেশের সামনে।
২০০০ সালে টেস্ট আঙ্গিনায় পা রাখে বাংলাদেশ। এরপর ঢাকা টেস্টসহ (চলমান) নিজেদের ইতিহাসে ১১২টি ম্যাচ খেলছে বাংলাদেশ। আগের ১১১টি ম্যাচের কোনোটিতেই প্রতিপক্ষকে ফলো-অন করায়নি কিংবা ফেলতে পারেনি টাইগাররা।
আজ রবিবার সকালে দ্রুতই ৫ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে মাত্র ১১১ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ পেয়েছে ৩৯৭ রানের লিড। ফলো অনের পর আবার ব্যাটিংয়ে নেমেছে ক্যারিবিয়ানরা।
বাংলাদেশের বিপক্ষে এর আগে সবচেয়ে কম রানের ইনিংস ছিল জিম্বাবুয়ের। ২০১৪ সালে মাত্র ১১৪ রানে গুটিয়ে গিয়েছিল দলটি।
এর আগে বাংলাদেশ দুইশ রানের লিড পেয়েছিল একবারই। সবশেষ সিরিজেই জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে লিড ছিল ২১৮ রানের। তবে সেবার ফলো অন করায়নি বাংলাদেশ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম