ক্যারিবীয়দের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জয়ের পর মিরপুর টেস্টে আরও ভয়ঙ্কর রূপে নিজেদের মেলে ধরেছে টাইগাররা। টাইগারদের প্রথম ইনিংসে ৫০৮ রানের জবাবে মেহেদি হাসান মিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১১১ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৩৯৭ রানে পিছিয়ে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা। তবে তাতেও হার এড়াতে পারেনি সফরকারীরা। ২১৩ রানেরই ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে ১৮৪ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা।
এদিন নিজেদের ইতিহাসে প্রথমবার কোনো দলকে ফলোঅনে ফেলেছে টাইগাররা। তবে ঢাকা টেস্টে নজর কেড়েছেন টাইগার স্পিনার মিরাজ। এক ম্যাচে ১২ উইকেট নিয়ে নিজেকেই ছাপিয়ে গেছেন এই তারকা। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পেলেন আরও ৫ উইকেট। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ১২টি উইকেট নিলেও রান দিয়েছিলেন ১৫৯। আর এবার রান দিয়েছেন মাত্র ১১৭।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ