সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে সাকিব আল হাসান বাহিনী। এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে সফরকারীদের বিপক্ষে ৬৪ রানের জয় পায় টাইগাররা।
অভিনন্দন বার্তায় দলের খোলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা করেন, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এই ধারা অব্যাহত রাখবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের টিমস্পিরিট এবং তাদের অসাধারণ পারফরমেন্সে গোটা জাতি গর্বিত। ক্রীড়ার প্রতি বর্তমান সরকারের যথাযথ পৃষ্টপোষকতা ও সমর্থনের কারণে এই সাফল্য এসেছে।
বাংলাদেশ ক্রিকেট দলের এই বিজয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বিডি প্রতিদিন/এনায়েত করিম