সব বিভাগেই চরম ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। আর এর ফল ভোগ করতে হয়েছে তাদের। বাজেভাবে হারতে হয়েছে দুই টেস্ট। এমন জয়ে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রেথওয়েট বলেন, বাংলাদেশ, ভালো, খুব ভালো করেছে। বিশেষ করে তাদের বোলিং বিভাগ দুর্দান্ত। এই কারণে তারা মুস্তাফিজের মত বোলারকে বসিয়ে রাখার সাহস করেছে এবং পুরো স্পিন আক্রমণ নিয়ে মাঠে নেমেছিল। আর ছেলেরা খুবই ভালো করেছে।
তিনি বলেন, বাংলাদেশ আমাদের উইকেটগুলো তুলে নিয়েছে স্পিনেই। তারা পুরাতন বলেও উইকেট পাইছে, নতুন বলেও উইকেট পেয়েছে। আমাদের বিধ্বস্ত করেছে তারা।
রবিবার মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে সাকিব বাহিনী। এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে সফরকারীদের বিপক্ষে ৬৪ রানের জয় পায় টাইগাররা।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৮/আরাফাত