১৯ জুলাই, ২০১৯ ২০:৪৬

শ্রীলঙ্কায় খেলে আসার পর অবসর নিয়ে চিন্তা করবো: মাশরাফি

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় খেলে আসার পর অবসর নিয়ে চিন্তা করবো: মাশরাফি

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, অবসর নিয়ে এখন চিন্তা করছি না। শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছি, এখন এটাই চিন্তা করছি। এরপর বেশি ওয়ানডে ম্যাচ নাই। খেলে আসার পর চিন্তা করবো। এটা আপনাদের কাছে সংবাদ কিন্তু আমার কাছে চিন্তা করার বিষয়।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি এসব কথা বলেন।

এ সফরে দলের সঙ্গে নেই সাকিব আল হাসান। এ বিষয়ে মাশরাফি বলেন, সাকিব বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার। সম্ভবত সেরা পারফর্মারও সে ছিল। সাকিব না থাকলে তিনটা দিকই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) চিন্তা করতে হয়।এখন তার যে পারফরম্যান্স, তার যে ফর্ম আছে- এই সময়ে দল তার অভাবটা অনুভব করবে। 

শ্রীলঙ্কা সফরের তিন ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ২০ জুলাই দেশ ছাড়বে টাইগাররা। তবে সিরিজ শুরুর আগে ২৩ জুলাই কলম্বোয় একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা। ২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওডিআই যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর