বিশ্বকাপের পরেই পাকিস্তান ক্রিকেট দলে বৈপ্লবিক রদবদল নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল দেশটির ক্রিকেট মহলে। শোনা যাচ্ছিল যে পিসিবিকে লাল ও সাদা বলের ক্রিকেটে আলাদা আলাদা ক্যাপ্টেন ও হেড কোচ নিয়োগের পরামর্শ দিয়েছেন ক্রিকেট কমিটির সদস্য ওয়াসিম আকরাম।
পাকিস্তান সংবাদ মাধ্যমের খবর, আকরামের পরামর্শ মতোই টেস্ট ক্যাপ্টেন্সি খোয়াতে চলেছেন সরফরাজ আহমেদ।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের খবর অনুযায়ী সরফরাজকে টেস্ট ক্যাপ্টেনের পদ থেকে ছেঁটে ফেলতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আগামী ২ আগস্ট লাহোরে ক্রিকেট কমিটির বৈঠকেই সিলমোহর পড়তে পারে সরফরাজকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তে। এও উল্লেখ করা হয় যে, সরফরাজের পরিবর্তে শান মাসুদকে নিযুক্ত করা হতে পারে পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়কের পদে।
বিডি প্রতিদিন/২৮ জুলাই, ২০১৯/আরাফাত