১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৪৮

অ্যাশেজে নতুন রেকর্ড, তবে লজ্জার!

অনলাইন ডেস্ক

অ্যাশেজে নতুন রেকর্ড, তবে লজ্জার!

ফাইল ছবি

রেকর্ড, তবে লজ্জার। ১১৩ বছরের রেকর্ড গুঁড়িয়ে দিয়ে সর্বনিম্ন ওপেনিং জুটি ব্যাটিং গড়ের নজির গড়ল সদ্য সমাপ্ত ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ। রবিবার মার্কাস হ্যারিস প্যাভিলিয়নে ফিরতেই ইতিহাসে ঢুকে পড়ল এই সিরিজ।

এবারের অ্যাশেজ সিরিজে দুই দলই ওপেনিং জুটি নিয়ে গভীর সমস্যায় ভুগেছে। এদিন অস্ট্রেলিয়ার ইনিংস শুরু করতে মাঠে নামেন ডেভিড ওয়ার্নার ও হ্যারিস। গত নয় ইনিংসে ক্রিস ব্রডের কাছেই আত্মসমর্পণ করেছেন ওয়ার্নার। তবে এদিন তিনি নন, ইংলিশ পেসারের খাতা খুলে দিলেন তার সঙ্গী মার্কাস হ্যারিস। পঞ্চম ওভারের শেষ বলে অফ স্টাম্প উড়িয়ে দেন ব্রড।

এই ইনিংসের পরে এবারের অ্যাশেজ সিরিজে দুই দলের মিলিত ওপেনিং জুটি ব্যাটিং গড় দাঁড়াল ১২.৫৫ যা সর্বকালের সর্বনিম্ন। এর আগে সর্বনিম্ন ওপেনিং জুটির ব্যাটিং গড় ছিল ১৯০৬ সালে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে ওঠা ১৪.১৬।


বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর