২৬ নভেম্বর, ২০২০ ১৬:২৯

ময়নাতদন্ত হবে ম্যারাডোনার লাশের

অনলাইন ডেস্ক

ময়নাতদন্ত হবে ম্যারাডোনার লাশের

পুলিশ ম্যারাডোনার লাশের ফরেনসিক কাজ শুরু করেছে

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার লাশের ময়নাতদন্ত করা হবে। বুধবার আর্জেন্টিনার শহর স্যান ইসদ্রোর প্রসিকিউটর জন ব্রোয়েট জানান এক বিবৃতিতে বলেন, স্থানীয় সময় ৪টায় পুলিশ ম্যারাডোনার লাশের ফরেনসিক কাজ শুরু করেছে। এ ছাড়া ম্যারাডোনার মৃত্যুর কারণ নিশ্চিত হতে সান ফার্নেন্দো হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হবে বলে জানান তিনি।

তবে তিনি এও বলেন তার শরীরে 'কোনো আঘাতের চিহ্ন নেই' এবং সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে তার মৃত্যু 'স্বাভাবিক'।

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে কিংবদন্তি এই তারকা ফুটবলারের বয়স হয়েছিল ৬০ বছর। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত এই কিংবদন্তি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।

বুয়েনস আয়ার্সের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচারের পর গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। তিগ্রে'তে নিজ বাসায় মৃত্যু হয় তার।

সূত্র: মিরর ডটকো ডট ইউকে

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর