নিউজিল্যান্ড সফরে যাবেন না সাকিব আল হাসান। আজ শনিবার নিউজিল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণার পরপরই আনুষ্ঠানিক চিঠিতে সেদেশে না যাওয়ার কথা জানান তিনি। এই সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন সাকিব। বিসিবির বিশ্বস্ত সূত্র এ খবর নিশ্চিত করেছে।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধানকে অনানুষ্ঠানিকভাবে তার নিউজিল্যান্ড সফরে না যাওয়ার কথা জানিয়েছিলেন সাকিব। তবু তাকে রেখেই আজ নিউজিল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
এ বিষয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমরা আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় আছি।’
আরও পড়ুন- সাকিবকে রেখে নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা, বাদ পড়লেন সাঈফ
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ