ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এই দলে আছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। নতুন ডাক পেয়েছেন জাকির হোসেন।
১৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ।
ফর্ম হারিয়ে গত ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নেতৃত্ব ছেড়ে দিলেও এখনও নিজেকে হারিয়ে খুঁজছেন মুমিনুল। সবশেষ ১৭ টেস্ট ইনিংসে তার ফিফটি একটি, এর মধ্যে গত ৯টিতে ছুঁতে পারেননি দুই অঙ্ক। ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টে ব্যর্থতার পর একাদশেও জায়গা পাননি দ্বিতীয় টেস্টে।
জাকিরের সুযোগ পাওয়াটা বলা যায় টানা ভালো খেলার পুরস্কার। এবছর জাতীয় লিগে ৫৫.২৫ গড়ে সর্বোচ্চ ৪৪২ রান তার, গত বিসিএলে করেন ৯৯ গড়ে ৩৯৬ রান। এছাড়া গত ঢাকা প্রিমিয়ার লিগে ৪২.৪০ গড় ও ৯২.০৪ স্ট্রাইক রেটে করেন ৬৩৬ রান।
বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক।
আগামী বুধবার শুরু হবে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট। সিরিজের পরের টেস্ট মিরপুরে, ২২ ডিসেম্বর থেকে।
বিডি প্রতিদিন/নাজমুল