২৬ মে, ২০২৪ ২২:০৬

আইপিএল ফাইনাল : হায়দরাবাদকে ১১৩ রানে আটকে দিল কলকাতা

অনলাইন ডেস্ক

আইপিএল ফাইনাল : হায়দরাবাদকে ১১৩ রানে আটকে দিল কলকাতা

আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বোলিং তোপে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে এই রান তোলে প্যাট কামিন্সের দল।

টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের। প্রথম ওভারেই অভিষেক শর্মাকে ২ রানে আউট করেন মিচেল স্টার্ক। পরের ওভারে বোলিংয়ে এসে ট্রাভিস হেডকে শূন্য রানে সাজঘরে ফেরান বৈভব অরোরা। রাহুল ত্রিপাতি ম্যাচ ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। ১৩ বল খেললেও ৯ রান করে স্টার্কের দ্বিতীয় শিকার হন তিনি।

পরে হায়দরাবাদকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন এইডেন মার্করাম ও নিতিশ কুমার। তবে ১০ বলে ১৩ রান করে নিতিশ আউট হওয়ার পর মার্করামও টিকে থাকতে পারেননি। ২৩ বলে ২০ রান করে আটট হন তিনি।

এ ছাড়া ১৭ বলে ১৬ রান করে আউট হয়ে যান হেনরিখ ক্লাসেন। শেষ দিকে একাই লড়াই করার চেষ্টা করেন অধিনায়ক কামিন্স। তিনি ১৯ বলে ২৬ রান করে ফেরেন। শেষ পর্যন্ত সব কয়টি উইকেট হারিয়ে ১১৩ রান তোলে হায়দরাবাদ।

কলকাতার হয়ে আন্দ্রে রাসেল নিয়েছেন তিন উইকেট। এ ছাড়া মিচেল স্টার্ক ও হার্ষিত রানা দুটি করে উইকেট নিয়েছেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর