শিরোনাম
১৯ ডিসেম্বর, ২০১৮ ০৯:৫৬

গুগল-ফেসবুকের উপর কর বসাচ্ছে ফ্রান্স

অনলাইন ডেস্ক

গুগল-ফেসবুকের উপর কর বসাচ্ছে ফ্রান্স

গুগল, অ্যাপল, ফেসবুক ও অ্যামাজনের উপর পৃথকভাবে করারোপের কথা জানিয়েছেন ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লো মেয়ার। সোমবার তিনি এই করারোপের ঘোষণা দেন। খবর কার্তেজ'র।

খবরে বলা হয়, ফ্রান্সের আরোপিত নতুন একটি করকে সংক্ষেপে ‘গাফা ট্যাক্স’ বলা হচ্ছে। গুগল, অ্যাপল, ফেসবুক ও অ্যামাজনের নামের আদ্যাক্ষর নিয়ে এই নামকরণ করা হয়েছে।

ফ্রান্সের কর্তৃপক্ষ বলছে, ইউরোপে এসব প্রতিষ্ঠান যে বিপুল অংকের ব্যবসা করছে, সেই অনুযায়ী ন্যায্য ট্যাক্স আদায় করতে এই কর বসানোর পরিকল্পনা করছেন তারা।

ফরাসি অর্থমন্ত্রী জানান, আগামী বছরের ১ জানুয়ারি ওই করারোপ করা হবে এবং নতুন এই করের ফলে শুধু ২০১৯ সালেই ৫০ কোটি ইউরো কর আদায় করবে তার দেশ।


বিডি প্রতিদিন/হিমেল

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর