ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলে ছাত্রলীগের দখল করা কক্ষগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি অস্ত্র, গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, বুলেট ও মদের বোতল জব্দ করা হয়েছে। জব্দ মালামাল গতকাল সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। জব্দ মালামালের মধ্যে রয়েছে দেশি আগ্নেয়াস্ত্র একটি, গ্রেনেড একটি, বুলেট ছয়টি, হকিস্টিক, চাইনিজ কুড়াল, মার্বেল ৩০০ পিস, বোমা (পটকা) তিন প্যাকেট, ককটেল বারুদ ৫০০ গ্রাম, চাপাতি পাঁচটি, রামদা ২০টি ও মদের বোতল।
জানা যায়, হলে ছাত্রলীগের কক্ষগুলোতে অস্ত্র আছে সন্দেহে অনিরাপদ বোধ করায় তল্লাশি চালান শিক্ষার্থীরা। দ্বিতীয় দফায় তারা আবার তল্লাশি করবেন জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, শিক্ষার্থীরা হলের অভিযান শেষে বিপুল পরিমাণ অস্ত্র ও মদের বোতল পেয়েছেন। এ অভিযান অব্যাহত থাকবে।