কাশের বনে দোলা লাগে
শিউলি-বকুল ফোটে,
খুশির ঝিলিক ঢেউ খেলে যায়
হাসির তুফান ছোটে।
মহামায়া দুর্গাদেবী
এলে মর্ত্যধামে,
বাধাবিঘ্ন ভয়ভীতি যায়
শান্তি তখন নামে।
মিলনমেলা জমে ওঠে
পুজোর শুরু থেকে,
মন ছুঁয়ে যায় দশভুজার
রূপ মহিমা দেখে।
সাজ সাজ রব চারিদিকে
যায় পড়ে যায় সাড়া,
উল্লাসে হয় মাতোয়ারা
গঞ্জ-নগর-পাড়া।