গগন সাকিবের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে নতুন মিউজিক ভিডিও ‘বিষাক্ত তুই কাল নাগিনী’। গানটির কথা লিখেছেন নূরে আলম মামুন। সুর করেছেন গগন সাকিব। গানটির সংগীতায়োজন করেছেন রাজ হৃদয়। চমৎকার একটি গল্পে নির্মিত মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সাব্বির আহমেদ হৃদয়। গানটিতে অভিনয় করেছেন গগন সাকিব নিজেই এবং তাঁর বিপরীতে আছেন মুশফিকা রহমান আয়াত। গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী গগন সাকিব বলেন, ‘গানটি দারুণ হয়েছে। গানটি পছন্দ হওয়ায় নিজেই অভিনয় করেছি। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।’ মিউজিক ভিডিওটি নির্মাণের পাশাপাশি সম্পাদনা ও রং বিন্যাস করেছেন সাব্বির আহমেদ হৃদয়। ভিডিও নিয়ে তার ভাষ্য, ‘চেষ্টা ছিল ভিডিওটিতে গগন সাকিবকে ভিন্নভাবে উপস্থাপনের। সেই সঙ্গে গল্পেও অভিনবত্ব আছে।’