ছোট পর্দার বড় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। দেড় যুগের অভিনয় ক্যারিয়ারে নিজস্ব অভিনয় দক্ষতায় এ তারকা মুগ্ধতা ছড়িয়েছেন বিজ্ঞাপন, ছোট পর্দা, ওটিটি আর সিনেমায়। এপারের গন্ডি ছাড়িয়ে কাজ করছেন ওপার বাংলায়ও। জনপ্রিয় এ অভিনেতার সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
অভিনয় জীবনের ১৮ বছর পার করেছেন...
মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, কারণ তিনি আমাকে সুন্দর একটি জীবন দিয়েছেন, আমার বাবা-মায়ের সুবাদে পৃথিবীর আলোর মুখ দেখতে পেরেছি। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার প্রথম বিজ্ঞাপনের নির্মাতা অমিতাভ ভাই, প্রথম নাটকের নির্মাতা রাকায়েত ভাইসহ নির্মাতা চয়নিকা চৌধুরী, শিহাব শাহীনসহ বিভিন্ন সময়ে আরও যারা আমাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন তাদের প্রতি। আমি নিশ্চয়ই কৃতজ্ঞ যারা আমাকে ভেবে গল্প লিখেছেন সেই নাট্যকারদের প্রতি। সর্বোপরি কৃতজ্ঞ আমার ভক্ত-দর্শকের কাছে। এ দীর্ঘ পথচলায় অনেকের প্রতিই হয়তো কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। আমি সবার কাছে দোয়া চাই।
সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন। বিস্তারিত জানতে চাই।
প্রায় এক মাসের বেশি সময় পর নাটকের শুটিংয়ে অংশ নিয়েছি। নাটকটির নাম- ‘অ্যাবসেন্ট মাইন্ড’। রুবেল হাসান পরিচালিত। নাটকটিতে আমার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।
ওটিটিতে ‘গোলাম মামুন’ মুক্তির আগেই অনেকে আপনাকে সেই নামে ডাকতে শুরু করেছিল...
চরিত্রের নাম ধরে ডাকলে খুবই ভালো লাগে। এটা তো একজন অভিনেতার বড় প্রাপ্তি। ভক্তদের এ ভালোবাসাকে আমি সম্মান করি।
ওটিটি, ছোট পর্দা আর সিনেমায় আপনার কাজগুলো মানুষ দেখেছে। তাদের রেসপন্স নিয়ে আপনার অভিমত কী?
মানুষের নিঃস্বার্থ ভালোবাসাটা শুরু থেকেই পেয়ে আসছি। এখন পর্যন্ত এর কোনো ব্যতিক্রম হয়নি। অনেক ভুলত্রুটি করি, তারপরও সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দর্শক-ভক্তরা দেখেন এবং আমাকে সাদরে গ্রহণ করেন। এটা আমার জন্য বড় একটা পাওয়া। এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে আসলে ভালো কিছু কাজ করার চেষ্টা করি। সামনে আরও ভালো কিছু করব, সেই চেষ্টাটাও থাকবে আজীবন।
অপূর্বকে ছোট পর্দায় কম দেখা যাচ্ছে কেন?
ছোট পর্দায় কম দেখা যাচ্ছে এমন না। প্রতিটি উৎসবেই কাজ থাকছে আমার। তবে ইদানীং চেষ্টা করছি আরেকটু বিগ স্কেলে কাজ করার। সেটা নাটকের ক্ষেত্রেও। একটা সময় ছিল একটু লো বাজেটের কাজ হতো। সে সময়ে বাজেটটা বাড়ানোর জন্য আমরা অনেক কাঠখড় পুড়িয়েছি। এখন অবশ্য একটা স্টাবল ফেসে আছে এ অবস্থাটা।
কলকাতার প্রজেক্ট...
ওটা সামনে আসবে ইনশাআল্লাহ। এটাতে কাজের এক্সপেরিয়েন্স খুবই ভালো। আমাদের এখানে যথেষ্ট প্রফেশনালিজম দেখা যাচ্ছে এখন। ওদের ওখানেও সেইম বলা যায়।