ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার বৃহত্তম দূরপাল্লার ড্রোন হামলা প্রতিহত করেছে। গতকাল ভোরে কিয়েভ এবং এর পার্শ্ববর্তী এলাকাসহ অন্যান্য অঞ্চলে চালানো রুশ বাহিনীর ৮৯টি ড্রোন গুলি করে নামানো হয়েছে।
রয়টার্স জানায়, প্রধানত কিয়েভ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলকে লক্ষ্যবস্তু করে এ হামলা হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ অঞ্চলে ৪০টিরও বেশি ড্রোন গুলি করে নামানো হয়েছে। রাতভর বিমান হামলার সতর্কতা জারি ছিল। কিয়েভ জানিয়েছে, কোনো নাগরিক বা গুরুত্বপূর্ণ অবকাঠামো সরাসরি আঘাতপ্রাপ্ত হয়নি। তবে ধ্বংসাবশেষে ১৩টি ব্যক্তিগত বাসভবনের ছাদ ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, এটি শাহেদ-১৩১/১৩৬ স্ট্রাইক ড্রোন দ্বারা চালানো বড় আক্রমণগুলোর মধ্যে একটি। তারা বলেছে, জুলাই মাসে শহরের বিরুদ্ধে পরিচালিত এটি সপ্তম ড্রোন হামলা। রাতে ১১ হাজারের বেশি বাসিন্দা মেট্রো স্টেশনে নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিলেন। কারণ ড্রোনগুলো সব দিক থেকে আসছিল।